গাজা থেকে শেষ ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে সোমবার (১৩ অক্টােবর) মুক্তি দেওয়া হয়েছে। আনন্দ-উল্লাসে তাদের পরিবারদের সঙ্গে পুনর্মিলনের মুহূর্তে মিসরে বিশ্বের শীর্ষ নেতারা একত্রিত হন গাজার ভবিষ্যৎ ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করতে। দুই বছরেরও বেশি সময় পর গাজায় আর কোনো ইসরায়েলি জীবিত জিম্মি নেই হামাস ও তার মিত্রদের হাতে। এদিকে, ইসরায়েল এক হাজার ৭১৮ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে যাদের অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছিল, পাশাপাশি দীর্ঘমেয়াদি সাজাপ্রাপ্ত আরও ২৫০ জন ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হয়েছে। খবর সিএনএনের। মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলি সংসদে (কেনেসেট) বক্তব্য দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “দীর্ঘ ও যন্ত্রণাময় দুঃস্বপ্নের অবসান ঘটেছে। এটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর।” ট্রাম্প আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, এই যুদ্ধবিরতি স্থায়ী হবে এবং গাজার যুদ্ধ শেষ...