১৪ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ এএম বিএনপি পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন ঘটাবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি বরকত উল্ল্যা বুলু। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খেলাধুলা ভালোবাসতেন। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশের ফুটবল ও ক্রিকেট বিশ্বে গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেছিল। ভবিষ্যতেও ক্ষমতায় এলে গ্রামীণ পর্যায়ের খেলাধুলার প্রতি বিশেষ নজর দেওয়া হবে। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নিজ এলাকা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৬নং নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে তিনি বিজয়ী দলের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন। অনুষ্ঠানে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন-এর সভাপতি...