১৪ অক্টোবর ২০২৫, ০৭:৫১ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:১৪ এএম মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি ঘোষণার পরেও মুসলিম বিশ্বের নানা প্রান্তে ইসরায়েলবিরোধী বিক্ষোভ চলছে। তারই ধারাবাহিকতায় পাকিস্তানেও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে শুরু হওয়া এক বিক্ষোভ রূপ নিয়েছে সহিংস সংঘর্ষে। তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) নামের কট্টর ইসলামপন্থী দলের এই আন্দোলন দমনে পুলিশ সোমবার মুরিদকে শহরে অভিযান চালায়, যেখানে অন্তত ৫ জন নিহত হয়েছেন—এর মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। ঘটনাটি ঘটে সোমবার (১৩ অক্টোবর), যখন রবিবার রাতের সরকার ও টিএলপি’র আলোচনায় কোনো সমাধান না আসায় কর্তৃপক্ষ ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালানোর সিদ্ধান্ত নেয়। টিএলপি মূলত লাহোরে বৃহস্পতিবার থেকে ইসরায়েলবিরোধী আন্দোলন শুরু করে। তাদের পরিকল্পনা ছিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র দূতাবাসের দিকে ‘পদযাত্রা’ করা। ফলে লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে...