১৪ অক্টোবর ২০২৫, ০৮:১৮ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:১৯ এএম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে অনুষ্ঠিত এক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে মার্কেটিং ও পরিসংখ্যান (স্ট্যাটিস্টিকস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই ঘটনার জেরে সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন করে দুই বিভাগের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে পদার্থবিজ্ঞান (ফিজিক্স) বিভাগের শিক্ষার্থীরাও সমাধান করতে এসে তারাও এতে জড়িয়ে পড়ে। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার অপু অভিযোগ করে বলেন, ‘আমি আর আমার এক বন্ধু চকবাজারে বাজার করতে গিয়েছিলাম। হঠাৎ কয়েকজন এসে আমার কলার ধরে মারধর শুরু করে। পরে আরো কয়েকজন আসে, যাদের মধ্যে পরিসংখ্যান বিভাগের একজন ছিল—সে...