ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন ব্রাজিল প্রেসিডেন্ট। তিনি মনে করেন, তার বাংলাদেশ সফর দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার (১৩ অক্টোবর) ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) অনুষ্ঠানের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে, এদিন এফএও’র বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) ২০২৫ সালের উদ্বোধনী অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন ড. ইউনূস ও লুলা দা সিলভা। পরে ফাও-এর সদর দফতরে সামাজিক ব্যবসা, সার্বজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক অন্তর্ভুক্তি এবং দারিদ্র্য মোকাবিলার কৌশলসহ পারস্পরিক স্বার্থের বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট...