গাজায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটি দুঃস্বপ্নের অবসান হয়েছে বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন, এই চুক্তি একটি ঐতিহাসিক সূচনা। ট্রাম্পের দূরদর্শী নেতৃত্বের মাধ্যমেই ২ বছরের যুদ্ধ বন্ধ হয়েছে বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব জানানো হয়েছে। জিম্মি মুক্তি উদযাপনে সোমবার সকালে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট। এসময় তাকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ। অনেকটা বীরের বেশেই ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে যান ট্রাম্প। এসময় পার্লামেন্টে উপস্থিত সবাই জিম্মি মুক্তি ইস্যুতে ট্রাম্পের প্রচেষ্টাকে সাধুবাদ জানান। সবার মাথায় ছিল ট্রাম্পের নাম লেখা টুপি। পরে চতুর্থ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন তিনি। বলেন, এই চুক্তি নতুন দিনের সূচনা। ডোনাল্ড ট্রাম্প বলেন, নতুন মধ্যপ্রাচ্যে এটি...