বিয়ের পর নতুন জীবনের শুরুতে আর্থিক পরিকল্পনা করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিয়ের বড় খরচের ধকল সামলে ওঠার পর ঘর সাজানো, ভ্রমণ, উপহার, উৎসবের খরচ—সব মিলিয়ে ব্যয় বেড়ে যায় কয়েক গুণ। আপনি যদি একটি মোটামুটি ভালো চাকরি কিংবা ব্যবসা-বাণিজ্য করে মোটামুটি সচ্ছলভাবে সংসার চালান। তাহলে বিয়ে–পরবর্তী খরচের চাপ সামলাতে আপনার জন্য পারসোনাল লোন বা ব্যক্তিগত ঋণ ভালো সমাধান হতে পারে। এটি নবদম্পতিকে দেয় তাৎক্ষণিক আর্থিক সহায়তা ও নমনীয় পরিশোধের সুযোগ। তবে ঋণ নেওয়ার আগে সুদের হার, ঋণ প্রক্রিয়াকরণ মাশুল, সুদসহ শোধের শর্ত ভালোভাবে যাচাই করা জরুরি। তবে বিয়ের পরের বাড়তি খরচ চালানোর জন্য ধারদেনা বা সঞ্চয় ভাঙার পরিবর্তে ব্যাংক থেকে ব্যক্তিগত ঋণ নেওয়ার বেশ কিছু সুবিধা আছে। এর মধ্যে কিছু সুবিধা হলো— ব্যাংক থেকে নেওয়া ব্যক্তিগত ঋণ কী উদ্দেশ্যে নেওয়া হচ্ছে,...