ইতালিতে বাংলাদেশি অভিবাসীদের সহায়তা ও তাদের সমাজে সফল অন্তর্ভুক্তির প্রশংসা করে রোমের মেয়র রবার্তো গুয়ালতিরিকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১৩ অক্টোবর) রোম সিটি করপোরেশন কার্যালয়ে মেয়রের সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, ‘বাংলাদেশি অভিবাসীদের যত্ন নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’ তিনি উল্লেখ করেন, ইতালিতে কর্মরত বাংলাদেশিরা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং দেশে প্রেরিত রেমিট্যান্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকেও শক্তিশালী করছেন। অধ্যাপক ইউনূস বলেন, ‘বাংলাদেশিরা এখন ইতালীয় সমাজের অংশ হয়ে গেছেন। অনেক বিখ্যাত ইতালীয় রেস্তোরাঁর শেফই এখন বাংলাদেশি।’ বৈঠকে মেয়র গুয়ালতিরি রোমের বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশি সম্প্রদায়ের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি প্রাচীন রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক নিদর্শনের মধ্যে অবস্থিত নিজের দপ্তরে অধ্যাপক ইউনূসকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং বারান্দা থেকে তাঁকে প্রাচীন রোমান সেনেট ভবনসহ আশপাশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা দেখান। বৈঠকের...