১৪ অক্টোবর ২০২৫, ০৭:৩২ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:১৪ এএম মধ্যপ্রাচ্যের দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর নিঃসন্দেহে এক বড় ঐতিহাসিক পদক্ষেপ। বিশ্বের বহু দেশ এই চুক্তিকে শান্তির পথে এক আশার আলো হিসেবে দেখছে। কিন্তু এর মধ্যেও রয়ে গেছে নানা ধোঁয়াশা ও উত্তরহীন প্রশ্ন—যেগুলোর সমাধান ছাড়া এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী শান্তিতে রূপ নেবে কি না, তা এখনো অনিশ্চিত। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও বাস্তবায়নের অনেক গুরুত্বপূর্ণ দিক এখনো অস্পষ্ট, বিশেষ করে চুক্তি-পরবর্তী নিরাপত্তা ব্যবস্থাপনা ও পুনর্গঠন কার্যক্রম নিয়ে। সোমবার (১৩ অক্টোবর) মিসরের বিখ্যাত পর্যটননগরী শারম আল-শেখে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন, যেখানে গাজা যুদ্ধবিরতি চুক্তির কাগজপত্রে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে...