১৪ অক্টোবর ২০২৫, ০৮:২০ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:২২ এএম বিশ্বজুড়ে আর্থিক প্রযুক্তি খাতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের অনলাইন ঋণ প্রদানকারী শীর্ষ প্রতিষ্ঠান লেন্ডিংট্রি–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রতিষ্ঠাতা ডগ লেবদা এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। কোম্পানির বিবৃতিতে জানানো হয়েছে, ৫৫ বছর বয়সী এই দূরদর্শী উদ্যোক্তার মৃত্যু ঘটেছে একটি অল-টেরেইন ভেহিকল (ATV) বা অফ-রোড যানবাহনের দুর্ঘটনায়। লেন্ডিংট্রি সোমবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে জানায়, রবিবার এ দুর্ঘটনাটি ঘটে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়, ডগ লেবদা ছিলেন “একজন দূরদর্শী নেতা, যিনি অক্লান্ত পরিশ্রম, উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি এবং মানুষের আর্থিক স্বাধীনতা গঠনে গভীর আগ্রহের মাধ্যমে বিশ্বব্যাপী লাখো মানুষের জীবনকে স্পর্শ করেছেন।” তাঁর হঠাৎ মৃত্যু শুধু লেন্ডিংট্রির জন্যই নয়, পুরো আর্থিক প্রযুক্তি খাতের জন্য এক বেদনাদায়ক ক্ষতি। ডগ লেবদা ১৯৯৬...