পর্দায় তাঁদের রসায়ন ইতোমধ্যেই দর্শকদের মন জয় করেছে। এবার বাস্তবেও সেই সম্পর্কের গুঞ্জন যেন আরো জোরালো হলো। বলিউড অভিনেতা অহান পাণ্ডে সমাজমাধ্যমে সহঅভিনেত্রী অনীত পড্ডারের সঙ্গে একান্ত মুহূর্তের ছবি ভাগ করে নেওয়ার পর থেকেই তাঁদের প্রেম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) ছিল অনীতের ২৩তম জন্মদিন। সেই বিশেষ দিনে অহান তাঁর সঙ্গে কয়েকটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেন। ছবিগুলি থেকে স্পষ্ট, চলতি বছরের শুরুতে মুম্বইয়ে ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’-র কনসার্টে একসঙ্গে উপস্থিত ছিলেন তাঁরা। একটি ছবিতে দেখা যাচ্ছে, অহান চোখ বুজে সংগীত উপভোগ করছেন, আর তাঁর কাঁধে মাথা রেখে আছেন অনীত। তার চোখেমুখে উচ্ছ্বাসের ছাপ। এই দৃশ্যেই অনুরাগীরা খুঁজে পাচ্ছেন তাঁদের অফস্ক্রিন রোম্যান্সের ইঙ্গিত। আরো পড়ুন :হেমা মালিনী না কি প্রকাশ, যে স্ত্রীর সঙ্গে থাকছেন ধর্মেন্দ্র জানা গেছে,...