জ্যোতি বাকরুদ্ধ! রাবেয়া মাটিতে বসেই পড়লেন! নাহিদা হাঁটু মুড়ে বসা। ওদিকে বাকিরা কেউ ক্যাপ দিয়ে মুখ ঢাকছেন। কেউ হাত দিয়ে। সীমানায় কিছুক্ষণ আগেই স্বর্ণা আক্তার এক ক্যাচ নিয়ে বাংলাদেশকে উল্লাসে ভাসিয়েছিলেন। জয়ের সম্ভাবনা তৈরি করলেন। কিছুক্ষণ পরই আরেকটি লোপ্পা ক্যাচ তার হাত ফসকে বেরিয়ে গেল। অবিশ্বাসের চোখে যেন গোটা দল ওই মুহূর্তে থমকে গেল। শুধুই কী একটা ক্যাচ? গোটা ম্যাচটাই যে গেল ফসকে। ইংল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপে হারানোর খুব কাছে চলে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু কয়েকটি ক্যাচ হাতছাড়া, ফিল্ডিংয়ে আরেকটু প্রাণবন্তের অভাব, রান আউটের একাধিক সুযোগ নিতে না পারায় চড়া মূল্য দিতে হলো বাংলাদেশকে। স্রেফ হৃদয় ভেঙেছে গোটা দল। অথচ বিশাখাপত্তমে আজ নতুন এক ইতিহাসই লিখতে পারত বাংলাদেশ। খুব কাছে গিয়েও পারল না নিগার সুলতানার দল। জয় না পাওয়ায় আক্ষেপ...