গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস ও ইসরায়েলের মধ্যে বহুল প্রতীক্ষিত বন্দিবিনিময় সম্পন্ন হয়েছে। হামাসের হাতে থাকা জীবিত ২০ জিম্মিকে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রসের মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়েছে। এর পরপরই ইসরায়েল ১ হাজার ৯৬৮ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে নিহত হয় প্রায় ১ হাজার ২০০ জন, এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয় গাজায়। সেই হামলার পর থেকেই গাজায় নির্বিচার অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। প্রায় দুই বছরে নিহত হন ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি। হামাস জানিয়েছে, গাজায় সর্বশেষ ৪৮ জন ইসরায়েলি বন্দি ছিলেন, যাদের মধ্যে ২০ জন জীবিত এবং ২৮ জন ইতিমধ্যে মারা গেছেন। মৃতদের মধ্যে চারজনের মরদেহও ফেরত দেওয়ার কথা জানানো হয়েছে। ইসরায়েলের কারা কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, সোমবার...