কন্নড় ভাষার আলোচিত সিনেমা ‘কানতারা’। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ঋষভ শেঠি পরিচালিত ও অভিনীত এই সিনেমা। মুক্তির পর বক্স অফিস দাপিয়ে বেড়ায় এটি। ১৬ কোটি রুপি বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৪০০ কোটি রুপির বেশি। শুধু বক্স অফিস নয়, ‘কানতারা’ সিনেমা দর্শকদেরও প্রশংসা কুড়ায়। নির্মিত হয়েছে এই সিনেমার প্রিকুয়েল। সিনেমাটির প্রিকুয়েলের নাম রাখা হয়েছে ‘কানতারা লিজেন্ড: চ্যাপ্টার ওয়ান’ বা ‘কানতারা টু’। হোম্বেল ফিল্মস প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য রচনা, পরিচালনা ও প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋষভ শেঠি। গত ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। মুক্তির পর থেকে দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। বক্স অফিসও দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। ১১ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৮৩৪ কোটি টাকার বেশি। বলা হচ্ছে, ঋষভ শেঠি একাই ‘কানতারা টু’ সিনেমাকে টেনে নিয়েছেন। অন্য অভিনয়শিল্পীরাও দারুণ...