যে ওয়ানডে এক সময় ছিল বাংলাদেশ ক্রিকেটের বড় গর্বের জায়গা, সেখানেই হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ১১ ওয়ানডেতে মাত্র একটি ম্যাচ জিতেছে দল। সঙ্গে দলটি হেরেছে টানা চারটি ওয়ানডে সিরিজে। নিকট অতীতে বাংলাদেশ টানা চারটি ওয়ানডে সিরিজ হারেনি। এর আগে বাংলাদেশ দল সর্বশেষ টানা ৪টি ওয়ানডে সিরিজে হেরেছে ২০১১ সালে। সেবার অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ। সবশেষ গত পরশু বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছে আফগানিস্তান। দাপটের সঙ্গে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয়টি জিতে নিয়েছে। এবার তাদের হোয়াইটওয়াশের মিশন। বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর। সেই লড়াইয়ে আবুধাবিতে দুই দল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে নামছে। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে। আফগানরা আজকের সুযোগ নিশ্চিতভাবেই হাতছাড়া করতে চাইবে না। ওয়ানডেতে বাংলাদেশ বেশ খারাপ সময়ের মধ্য দিয়েই যাচ্ছে। কিছুদিন আগেও যে সংস্করণে সবচেয়ে...