১৪ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ এএম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি দীর্ঘ সময় দেশ সেবা করার সুযোগ পেতেন, তবে এ দেশ সত্যিকার অর্থেই সোনার বাংলায় পরিণত হতো। সোমবার (১৩ অক্টোবর) পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোখলেসুর রহমান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস,...