নিজস্ব প্রতিবেদক : গত এক বছরে দেশের তৈরি পোশাক খাতে বিরূপ পরিস্থিতির কারণে ১৮৫টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। ক্ষমতার পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা এবং ক্রমবর্ধমান জ্বালানি সংকটের প্রভাবে এই সংকট তৈরি হয়েছে। এতে হাজার হাজার শ্রমিক বেকার হয়েছে। পাশাপাশি, গত দুই মাসে তৈরি পোশাক রপ্তানির আয়ও ৬ শতাংশ কমেছে। বাংলাদেশ গার্মেন্টস ও বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ) রবিবার রাজধানীর নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তারা টেকসই উৎপাদনের জন্য একত্রিত উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। বিজিবিএর সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল বলেন, “ক্রমাগত কারখানা বন্ধ হওয়া এবং উৎপাদন কমার কারণে বিদেশি ক্রেতাদের আগ্রহ ব্যাপকভাবে কমে গেছে। রপ্তানির আদেশও আগের তুলনায় অনেক কম। গত দুই মাসে তৈরি পোশাক রপ্তানি ৫ থেকে ৬ শতাংশ হ্রাস পেয়েছে।” তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক, বিশ্বব্যাপী...