নিজস্ব প্রতিবেদক : শিল্প খাতের আমদানিকারকদের জন্য নতুন সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ক্রয়-বিক্রয় চুক্তির (Sales Contract) আওতায় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো ক্রেডিট এক্সপোজার বা ঋণসীমা ছাড়াই আমদানিকারকদেরকে ডকুমেন্টারি কালেকশন (URC 522 অনুযায়ী) সেবা দিতে পারবে। URC বা ইউনিফর্ম রুলস ফর কালেকশন হলো আন্তর্জাতিক চেম্বার অব কমার্স (ICC) কর্তৃক প্রণীত একটি আন্তর্জাতিক নিয়মাবলি, যা ব্যাংক, বিক্রেতা ও ক্রেতার মধ্যে বাণিজ্যিক লেনদেন ও অর্থ আদায়ের প্রক্রিয়াকে সহজ, নিরাপদ ও সুনির্দিষ্ট করে তোলে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাটি দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখায় পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রচলিত আমদানি নীতিমালার আওতায় শিল্প উদ্যোক্তারা মূল্যসীমা নির্বিশেষে কাঁচামাল, ক্যাপিটাল মেশিনারি এবং ফায়ার ডোর আমদানি...