নিজস্ব প্রতিবেদক : আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার-এ জেনারেশন-জি (Gen-Z) নেতৃত্বাধীন সরকারবিরোধী তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। সোমবার (১৩ অক্টোবর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, প্রেসিডেন্ট রাজোয়েলিনা ফরাসি সামরিক বিমানে করে প্যারিসে পাড়ি জমিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদাগাস্কারের বিরোধীদলীয় নেতা সিতেনি রান্দ্রিয়ানাসোলোনিয়াইকো। তিনি বলেন, “আমরা প্রেসিডেন্টের দপ্তরে যোগাযোগ করেছি এবং নিশ্চিত হয়েছি, তিনি দেশ ত্যাগ করেছেন। সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ায় তিনি পালিয়ে গেছেন।” এর আগে প্রেসিডেন্টের দপ্তর জানায়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাজোয়েলিনা। তবে সেই ভাষণ আর প্রচারিত হয়নি। রয়টার্সকে মাদাগাস্কারের সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট রাজোয়েলিনা রোববার ফ্রান্সের একটি সামরিক বিমানে চড়ে দেশ ছেড়েছেন। ফরাসি সংবাদমাধ্যম RFI দাবি করেছে, তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর...