নিজস্ব প্রতিবেদক : ঢাকার গুলশানের ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে হঠাৎ করেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার দিবাগত রাত থেকে সিটিটিসি, গুলশান থানা পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে। গুলশান বিভাগের একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় দূতাবাসের চারপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ও সিনিয়র কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন। গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাসুদ আলম বলেন,"নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় আমেরিকান দূতাবাস এলাকায় সতর্ক অবস্থানে আছি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।" রাত সোয়া ১টার দিকে সরেজমিনে দেখা যায়, দূতাবাস চত্বরে সশস্ত্র পুলিশ সদস্যসহ সিটিটিসি এবং...