শারমিন মৌসুমী কেকা সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর স্নেহভাজন হিসেবে পরিচিত ছিলেন। তিনি ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পদেও ছিলেন। তবে, ২০২০ সালে স্থানীয় পর্যায়ে একটি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার কারণে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। ঝালকাঠির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর কেকা একাধিক রাজনৈতিক মামলায় জড়িয়ে পড়েন। গ্রেপ্তার এড়াতে তিনি ঝালকাঠি ছেড়ে বরিশালের সদর রোডে অবস্থিত শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন। আওয়ামী লীগ নেত্রীর মৃত্যুকে তার স্বামী লিটু সহ স্বজনেরা স্বাভাবিক বলছেন। তাদের দাবি, সোমবার রাত সাড়ে ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শারমিন মৌসুমী কেকার মৃত্যু হয়েছে। তবে, পুলিশ এই মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, স্বজনদের খবরের ভিত্তিতে লাশটি...