সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর পাচ্ছে বাংলাদেশ। সব ধরনের প্রস্তুতি ও কঠিন আটটি শর্ত পূরণ করায় কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক রূপ দিয়েছে সরকার। তবে এখনো নানা সমস্যার মধ্যে আবর্ত কক্সবাজার বিমানবন্দর। টার্মিনাল ভবনের ছাদ দেওয়া, সীমানা মেরামত, ঝিনুক মার্কেট সরানোসহ আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে। এরই মধ্যে গত রবিবার আন্তর্জাতিক রূপ দেওয়া-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। চলতি মাসেই বিমানবন্দরের ফ্লাইট চলাচল উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার সম্মতি ও তারিখ চেয়ে চিঠি পাঠিয়েছেন বেবিচক চেয়ারম্যান। প্রথম ফ্লাইট চলবে কক্সবাজার থেকে কলকাতায়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সপ্তাহে চলাচল করার কথা থাকলেও আন্তর্জাতিক এয়ারলাইনসগুলো ফ্লাইট চলাচল করার আবেদনই করেনি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে জানায়, কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করতে গত কয়েক...