সারা দেশের আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধান শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে চট্টগ্রামের দুই এক জায়গায় হালকা বৃষ্টির হতে পারে। সোমবার (১৩ অক্টোবর ) সন্ধ্যায় ৬ থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া বুলেটিনে। বুলেটিনে বলা হয়, এসময় সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরের সৈয়দপুরে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপামাত্রা ছিল রাজশাহীতে ২২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, মৌসুমের...