১৪ অক্টোবর ২০২৫, ০৭:২৪ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৭:২৪ এএম আগের টানা তিন ম্যাচ জিতে মাঠে নামা ফ্রান্স আইসল্যান্ডের বিপক্ষে ছিল পরিষ্কার ফেভারিট।তবে কিলিয়ান এমবাপকে ছাড়া এদিন চেনা ছন্দে ছিলনা দলটি।শুরুতে পিছিয়ে পড়া দেশমের দল দ্রুত ম্যাচ ফিরলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সাবেক বিশ্চ চ্যাম্পিয়নদের ২-২ গোলে রুখে দিয়েছে আইসল্যান্ড। ভিক্তর পালসন আইসল্যান্ডকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান ক্রিস্তোফা এনকুনকু। জ্যঁ-ফিলিপ মাতেতার গোলে ফ্রান্স এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ক্রিস্টিয়ান লিনসন। টানা তিন জয়ের প্রথম পয়েন্ট হারাল ফ্রান্স। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে দুইবারের বিশ্বকাপ জয়ীরা। একই সময়ে আরেক ম্যাচে আজারবাইজানকে ২-১ গোলে হারানো ইউক্রেন ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। তিন নম্বরে আইসল্যান্ডের ৪ পয়েন্ট। ১ পয়েন্ট...