জুলাই জাতীয় সনদ ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর দরকষাকষি ও জটিলতার অবসান ঘটিয়ে দেশ কি এবার নির্বাচনের দিকেই যাচ্ছে? এক যুগেরও বেশি সময় ধরে নির্বাচনবিহীন দেশ কি প্রধান উপদেষ্টার ঘোষিত ইতিহাসের ‘সেরা নির্বাচনের’ জন্য প্রস্তুত হচ্ছে? যে নির্বাচন আর মাত্র চার মাস দূরে। এ অবস্থায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর হাতে সময় নেই আর সময় নষ্ট করার। নির্বাচন নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন ও সংশয়ের মধ্যে গত সপ্তাহে রাজনীতিতে কিছু ইতিবাচক ঘটনা ঘটেছে। অবশেষে জুলাই সনদ স্বাক্ষর হতে যাচ্ছে ১৭ অক্টোবর। প্রথমে ১৫ অক্টোবর সনদ স্বাক্ষরের ঘোষণা দেওয়া হলেও পরে তা দুদিন পিছিয়ে দেওয়া হয়। কারণ হিসেবে ঐকমত্য কমিশন থেকে বলা হয়েছে, শুক্রবার ছুটির দিনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুদিন পেছানো হয়েছে। কমিশন জানিয়েছে, প্রধান উপদেষ্টা প্রফেসর...