মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিসরের শারম আল-শেখে অনুষ্ঠিত এক সম্মেলনে গাজায় শান্তি প্রতিষ্ঠার ঘোষণায় স্বাক্ষর করেছেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন মিসর, কাতার ও তুরস্কের নেতারা। “একটি নতুন ও সুন্দর দিন সূচিত হচ্ছে, এখন শুরু হচ্ছে পুনর্গঠন,”—স্বাক্ষর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ট্রাম্প। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নে আঞ্চলিক নেতাদের ভূমিকার প্রশংসা করেন তিনি। এর আগে ইসরায়েলি পার্লামেন্ট কেনেসেটে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, “দীর্ঘ ও বেদনাদায়ক দুঃস্বপ্নের অবসান ঘটেছে।” চুক্তির প্রথম ধাপে ইসরায়েল ২৫০ জন ফিলিস্তিনি বন্দি এবং গাজায় দুই বছরের সামরিক অভিযানে আটক ১ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দিচ্ছে। বিনিময়ে হামাসের হাতে আটক থাকা শেষ ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে ফেরত দেওয়া হচ্ছে। এছাড়া নিহত ২৮ জন ইসরায়েলির মরদেহও ফিরিয়ে দেওয়া হবে। শারম আল-শেখের সম্মেলনে ট্রাম্প ছিলেন উচ্ছ্বসিত।...