হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সমুদ্রপাড়ের একটি রিসোর্টের ওপর পড়েছে। এ ঘটনায় এক শিশুসহ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর। হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন পর্যটকরা। সেই ভিডিও ভাইরাল হয়েছে।যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া শহর হান্টিংটন সৈকতে হেলিকপ্টার বিধ্বস্ত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় শনিবার (১১ অক্টোবর) এ ঘটনা ঘটে।হান্টিংটন বিচের অগ্নিনির্বাপক কর্মীরা জানান, স্থানীয় সময় দুপুর ২টার কিছু পরে প্যাসিফিক কোস্ট হাইওয়ের কাছে বিচ বুলেভার্ড এবং টুইন ডলফিনস ড্রাইভের মাঝামাঝি একটি স্পটে পর্যটকরা আনন্দে মেতে ছিলেন। এ সময় রিসোর্টের পার্কিং লটের কাছে হেলিকপ্টারটি ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ পাইলট সেটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।শহরের কর্মকর্তারা সিবিএস নিউজকে জানিয়েছেন, হেলিকপ্টারে থাকা দুই ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় রাস্তায় থাকা তিন পথচারীও আহত হয়েছেন। মোট পাঁচজনকে চিকিৎসার জন্য...