‘গার্ডিয়ান্স অব দ্য গডস’ নিছক একটি নাটক নয়, এটি এক সামাজিক হস্তক্ষেপ, এক ধাক্কা; যা আমাদের মনে করিয়ে দেয় শিশুদের কণ্ঠ কতটা গুরুত্বপূর্ণ আর আমরা বড়রা কত সহজে সেই কণ্ঠ উপেক্ষা করি তাচ্ছিল্যের সঙ্গে। শিশুদের চোখ দিয়ে বড়দের পৃথিবী দেখা—এ অভিজ্ঞতা হয়তো দর্শকের মনে দীর্ঘদিন রয়ে যাবে। বাংলার প্রত্যন্ত অঞ্চলে একটি প্রবাদ প্রচলিত আছে, ‘সঙ্গী মন্দ, সর্বনাশ অনন্ত’। অর্থাৎ, খারাপ বন্ধুর সঙ্গে চললে জীবনে সর্বনাশ নেমে আসে বা সৎ সঙ্গে স্বর্গ বাস, অসৎ সঙ্গে সর্বনাশ’। কারণ মানুষের চরিত্র, চিন্তাধারা ও জীবনের গতিপথ চলাফেরা অনেকাংশে তার সঙ্গী দ্বারা নির্ধারিত, পরিচালিত হয়। যেমন, ভালো সঙ্গ আমাদের উন্নতি এবং মঙ্গলের পথে নিয়ে যায়, তেমনি মন্দ সঙ্গ আমাদের অধঃপতনের দিকে ঠেলে দেয়।এটি সত্য, মানুষ যখন কষ্টে থাকে, যেমন অর্থনৈতিক সংকট, শারীরিক অসুস্থতা, মানসিক চাপ...