এর আগে রাজধানীর সাত কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা সাত কলেজ নিয়ে গঠিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয়ের দ্রুত অধ্যাদেশ জারি ও দ্রুত এর ক্যাম্পাস স্থাপন করে শিক্ষা কার্যক্রম চালুর দাবি জানান।এদিন দুপুরে ঢাকা কলেজে শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটে। জানা গেছে, সাত কলেজ ইস্যুতে সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দুটি পৃথক কর্মসূচি পালন করছিল। একটি দল শিক্ষা ভবনের দিকে লং মার্চে যাচ্ছিল, অন্যদিকে আরেকটি দল প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে কলেজের কাঠামো ও উচ্চ মাধ্যমিক শ্রেণির ভবিষ্যৎ নিয়ে অস্পষ্ট অবস্থানের প্রতিবাদে শহীদ মিনারের দিকে অভিযাত্রার আয়োজন...