
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের (জাকসু) পর এবার ঘণ্টা বাজছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত বিশ্ববিদ্যালয় দুটির বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। বাস্তবসম্মত ইশতেহারের পাশাপাশি ‘আকাশকুসুম’ প্রতিশ্রুতি নিয়েও শিক্ষার্থী ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন প্রতিনিধিরা। তবে বিশ্ববিদ্যালয়গুলো রমরমা নির্বাচনী আমেজে।রাকসুর তপশিল অনুযায়ী আজ মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত প্রার্থীরা তাদের আনুষ্ঠানিকভাবে তাদের প্রচার চালাতে পারবেন। শেষ মুহূর্তের এ তাড়া রেখে সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের জমজমাট প্রচারে মুখর অ্যাকাডেমিক ভবন, আবাসিক হল, মেস ও আড্ডাস্থল। প্রার্থীরা দলবেঁধে শিক্ষার্থীদের কাছে ছুটে যাচ্ছেন, করছেন কুশল বিনিময়, হাতে তুলে দিচ্ছেন লিফলেট ও হ্যান্ডবিল। শিক্ষার্থীরাও হাসিমুখে সেসব গ্রহণ করছেন।এরই মধ্যে সোমবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ ঘিরে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে ছিল প্রার্থীদের প্রচারের...