মার্চ থেকে অক্টোবর; শিলং থেকে ঢাকা কিংবা ভারত ম্যাচ থেকে হংকং ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গত তিন ম্যাচ। যেভাবেই বলা হোক না কেন, দেশের ফুটবলে এই সময়ের দৃশ্যগুলো আনন্দের সঙ্গে কিছুটা আক্ষেপেরও। কখনো শেষ মুহূর্তে পয়েন্ট হারানো, কখনো গোল মিসের হতাশা, আবার কখনো ভুলের মাশুল দেওয়া। প্রতিটি ম্যাচেই আশা নিয়ে শুরুর পর হতাশায় ডুবতে হয়েছে সমর্থকদের। দিন শেষে আফসোস নিয়ে প্রশ্ন, ‘ইশ্, যদি একটা পয়েন্ট পাওয়া যেত!’, ‘একটা গোল হলে তো আমরাই জিততাম...’, ‘শেষ সময়ে গোলটা কিভাবে খেয়ে গেলাম!’ মাঝে দুটি প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে জয় আর নেপালের বিপক্ষে ড্র করা গেলেও সাম্প্রতিক সময়ে ভালো ফুটবল খেলেও শেষটা ভালো করতে না পারার আক্ষেপেই পুড়তে হয়েছে বেশি। আজ আবার হংকংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের চতুর্থ ম্যাচে সেই আক্ষেপ ঘুচিয়ে জয়োৎসব...