অভিষেক ছবি ‘দঙ্গল’-এর মাধ্যমে প্রথম দর্শকের নজরে আসেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা। এরপর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিজের পরিশ্রম ও প্রতিভায় বলিউডে তৈরি করে নিয়েছেন আলাদা অবস্থান। একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’। ছবির প্রচারণার ফাঁকে এক সাক্ষাৎকারে নিজের ফিল্মি যাত্রা নিয়ে কথা বলেছেন সানিয়া। চরিত্রেই সাফল্যের স্বাদসানিয়ার অভিনয়জীবন নানা রঙে ভরপুর। ‘পটাকা’, ‘বাধাই হো’, ‘পাগলেট’, ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’, ‘শ্যাম বাহাদুর’, ‘কাঠাল’—প্রতিটি ছবিতেই উপহার দিয়েছেন নতুন একেকটা চরিত্র। ভিডিও সাক্ষাৎকারে সানিয়া বলেন, ‘আমার অভিনীত প্রতিটি প্রকল্প আমাকে গড়েছে, সমৃদ্ধ করেছে। প্রতিটি চরিত্র আমাকে একজন অভিনেত্রী হিসেবে নতুন করে চিনিয়েছে। আমার আজকের অবস্থানের পেছনে এই সব চরিত্রের বড় ভূমিকা আছে।’ নিজের অভিনয়জীবনকে ‘স্রষ্টাপ্রদত্ত’ বলে মনে করেন...