বাফেটের জীবনই এর সবচেয়ে বড় উদাহরণ। শত শত কোটি ডলারের মালিক হয়েও তিনি আজও সাধারণ জীবনযাপন করেন। তাঁর বিখ্যাত উক্তি— “নিয়ম নম্বর এক: অর্থ হারাবেন না। নিয়ম নম্বর দুই: নিয়ম নম্বর এক কখনো ভুলবেন না।” এই নিয়ম শুধু শেয়ারবাজারেই নয়, প্রতিটি আর্থিক সিদ্ধান্তে প্রযোজ্য। ৯৪ বছর বয়সী বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী এই বিনিয়োগগুরু মনে করেন, যে জানে কোথায় অর্থ অপচয় করা উচিত নয়, সেই-ই পারে নিজের সম্পদ রক্ষা করতে। তাঁর মতে, নিচের পাঁচটি বিষয়ে কখনোই অর্থ ব্যয় করা বুদ্ধিমানের কাজ নয়। নতুন চাকরি বা পদোন্নতি পেলেই অনেকে ঝকঝকে নতুন গাড়ি কেনার স্বপ্ন দেখেন। কিন্তু বাফেট বলেন, এটাই মানুষের সবচেয়ে বড় আর্থিক ভুলগুলোর একটি। কারণ নতুন গাড়ি শোরুম থেকে বের হওয়ার মুহূর্তেই এর মূল্য কমে যায়, আর পাঁচ বছরের মধ্যেই সেই...