সিরাজগঞ্জে পার্শ্ববর্তী জেলা বগুড়ায় বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে চলন্ত বাসে এক ধর্ষণের শিকার হয়েছেন স্কুলছাত্রী। এ ঘটনায় সাকিব হাসান(২৮) নামে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ওই চালককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে স্কুলছাত্রী তার এক বন্ধুর সঙ্গে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে ‘আর কে ট্রাভেলস’ নামে একটি বাসে বগুড়ার উদ্দেশে রওনা হয়। বাসটি বগুড়া শহরের প্রবেশের আগে চালক সাকিব এবং অন্য পরিবহন শ্রমিকরা ওই ছাত্রীর বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে বাস থেকে নামিয়ে দেয়। এরপর চলন্ত বাসেই চালক সাকিব ওই ছাত্রীকে ধর্ষণ করে। এরপর বিকেলে চালক সাকিব মেয়েটিকে নিয়ে ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে পরিবহনের অন্যান্য শ্রমিকরা বিষয়টি টের পান এবং মেয়েটিকে...