বর্তমানে বন্ধু, পরিবার বা অফিসের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। তবে ভাবুন, আপনি নিয়মিত চ্যাট করছেন, অথচ অন্য কেউ আপনার নামের পিছনে আপনার ব্যক্তিগত বার্তা, ছবি আর কলের তথ্য দেখছে! প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অনেক সময় ব্যবহারকারী নিজেও না জেনে হোয়াটসঅ্যাপ অন্য ডিভাইসে লগইন অবস্থায় থাকতে পারে।এটি কেবল গোপনীয়তাকেই হুমকির মুখে ফেলে না, বরং আপনার ব্যক্তিগত তথ্যও ঝুঁকির মধ্যে পড়ে। তাই এখনই জেনে নিন, সহজ কিছু ধাপে কীভাবে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপে অননুমোদিত প্রবেশ হয়েছে কি না। ১. লিংকড ডিভাইস চেক করুনফোনে হোয়াটসঅ্যাপ খুলে Settings > Linked Devices এ যান। যদি ক্রোম, এজ বা উইন্ডোজ ব্রাউজারের মতো অচেনা ডিভাইস দেখেন, সঙ্গে সঙ্গে ‘Log Out From All Devices’-এ ক্লিক করে সব ডিভাইস থেকে লগআউট করুন। ২. হোয়াটসঅ্যাপ ওয়েব/ডেস্কটপ নোটিফিকেশন লক্ষ্য করুনযদি...