বর্তমান সময়ে দাঁড়িয়েও পৃথিবীতে এমন কিছু অমানবিক প্রথা প্রচলিত আছে, যা শুনলে স্তম্ভিত হতে হয়। এমনই এক কুসংস্কারাচ্ছন্ন গ্রাম আছে, যেখানে বৃষ্টি নামাতে না পারলে জীবন দিতে হয়—সেটিও জীবন্ত কবর দিয়ে। এমনকি গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েও রক্ষা পাওয়া যায় না। দক্ষিণ সুদানের লোপিত পর্বতমালার পশ্চিম দিকে অবস্থিত প্রত্যন্ত এই গ্রামের নামলোহ বহুবো (Loh Bobou)। কৃষি সম্প্রদায়ের জন্য বৃষ্টি হলো এখানকার ফসলের রক্ষাকবচ। আর এই বৃষ্টি আনার দায়িত্বে থাকেন 'রেইনমেকার' বা বৃষ্টি-আহ্বানকারীরা। সলমন অতুর ছিলেন এই গ্রামের একজন প্রথাগত রেইনমেকার। তিনি প্রার্থনা ও আচার অনুষ্ঠানের মাধ্যমে বৃষ্টির আহ্বান করতেন। কিন্তু গত কয়েক বছর ধরে গ্রামে ভয়াবহ খরা দেখা দেওয়ায় সেখানকার মানুষের জীবনের উপর মারাত্মক প্রভাব পড়েছে। এতে খাবারের অভাব দেখা দিয়েছে এবং মানুষের হতাশা ও ক্ষোভ বেড়েছে। বৃষ্টি নামাতে না পারার...