জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে অনেক সম্পদ আছে। আমাদের মাটির নিচে ও ওপরে বহু সম্পদ আছে। আমাদের সমুদ্রে ও সমুদ্রের নিচেও সম্পদ আছে। কিন্তু একটি সম্পদের অভাবে এদেশের মানুষ পুরোপুরিভাবে শান্তি এবং সমৃদ্ধির মুখ দেখছে না। সেটি হল, যারা দেশ পরিচালনা ও নেতৃত্ব দেন, তাদের মধ্যে চরিত্রের অভাব।সোমবার রাতে ঢাকা-১৫ নির্বাচনি আসনে মিরপুর ১০ নম্বর এলাকায় গণসংযোগ পরবর্তী পথসভায় এসব কথা বলেন তিনি। কাফরুল উত্তর থানা জামায়াত আয়োজিত এ পথসভায় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।জামায়াত আমির বলেন, স্বাধীনতার ৫৪ বছর চলে গেছে। অনেক দল, অনেক শাসক এসেছে। ক্ষমতায় আসার আগে জনগণকে অনেক সুন্দর সুন্দর কথা বলেন। কিন্তু ক্ষমতায় বসলেই জনগণকে তারা ভুলে যান।তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার পর তারা মানুষের পকেটে হাত দেন, লুটতরাজ...