বর্জ্যের দুর্গন্ধে নাকাল পথচারী ও ক্রেতারা। বৃষ্টির পর চারপাশে জমে থাকা নোংরা পানিতে মশার উপদ্রব বেড়ে গেছে, এতে ডেঙ্গু ও অন্যান্য সংক্রামক রোগের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজার কমিটির তদারকির অভাবে বর্জ্য ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। সড়কের পাশে কোনো নির্দিষ্ট জায়গা না থাকায় পুরো বাজার এলাকা এখন দুর্গন্ধ ও মশার আখড়ায় পরিণত হয়েছে। কোম্পানীগঞ্জ বাজার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আবুল কাশেম খাঁন বলেন, বাজারের পাশে এত ময়লা থাকায় ওষুধের দোকানে বসে থাকা কঠিন হয়ে পড়েছে। দুর্গন্ধে রোগী ও ক্রেতারা বিরক্ত হয়ে চলে যায়। স্বাস্থ্যঝুঁকি ও ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় দ্রুত পরিচ্ছন্নতা অভিযান চালানো জরুরি। স্থানীয় বাসিন্দা কুহিনূর বেগম বলেন, দুর্গন্ধে শ্বাস নেওয়া যায় না। সন্ধ্যার পর মশার কারণে ঘর থেকে বের হওয়া যায় না। দেশের বিভিন্ন জায়গায়...