দীর্ঘ চার মাসের টানা ঝড়বৃষ্টির পর অবশেষে শেষ হতে চলেছে চলতি বছরের বর্ষা অধ্যায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আর ক'দিনের মধ্যেই বিদায় নিতে চলেছে পশ্চিম মৌসুমী বায়ু, অর্থাৎ শেষ হতে চলেছে এ বছরের দীর্ঘতম বর্ষা মৌসুম। তবে এরপরেই আসছে একাধিক শৈত্যপ্রবাহ, যার ফলে চলতি বছর দেশে হাড় কাঁপানো শীত পড়তে চলেছে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শীতের আগমনী বার্তা ও অক্টোবরের পূর্বাভাসদেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যে শীতের আগমনী বার্তা ধরা দিচ্ছে। উত্তরের জেলা পঞ্চগড়ে শরৎকালেও দেখা যাচ্ছে শীতের আবহ। সেখানে মাঝেমধ্যেই হালকা থেকে ভারী কুয়াশায় ঢাকা থাকছে প্রান্তিক জনপদটির পথঘাট। আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত তিন মাসব্যাপী দীর্ঘমেয়াদী পূর্বাভাস বলছে, আগামী মাসগুলোতে একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হতে পারে দেশ। এই মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে,...