ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ চলাকালে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে চিৎকার করে প্রতিবাদ জানানোর জেরে দুজন ইসরায়েলি এমপিকে (পার্লামেন্ট সদস্য) দ্রুত হল থেকে বের করে দেওয়া হয়েছে। গত ১৩ অক্টোবর ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি উপলক্ষে ট্রাম্পের ভাষণ চলাকালে এই ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, প্রতিবাদকারী দুই পার্লামেন্ট মেম্বার ছিলেন বামপন্থী হাদাস জোটের আইমান ওদেহ এবং অফের কাসিফ। নেসেটে তুমুল প্রতিবাদট্রাম্পের ভাষণ চলাকালে আইমান ওদেহ ও অফের কাসিফ উঠে দাঁড়িয়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দাবি করেন এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও ফিলিস্তিনে মানবিক বিপর্যয়ের বিষয়ে স্লোগান দেন। এর পরই নিরাপত্তা কর্মীরা দ্রুত তাঁদেরকে হল থেকে বের করে দেন। ট্রাম্পের ভাষণ শুরুর কিছুক্ষণ আগে আইমান ওদেহ তাঁর 'এক্স' (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন: "পার্লামেন্টে যে পরিমাণ ভণ্ডামি চলছে,...