কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চ্যাটজিপিটি যেন আমাদের হাতের কাছে এক ধরনের জাদুকাঠি। রেসিপি হতে শুরু করে অ্যাসাইনমেন্ট, কবিতা, রিপোর্ট বা দৈনন্দিন তথ্য—প্রায় সবকিছুই এখন মুহূর্তের মধ্যে পাওয়া সম্ভব। কিন্তু এই ক্ষমতার সঙ্গে আসে অদৃশ্য বিপদ। কিছু প্রশ্ন আছে, যেগুলো করলে ব্যবহারকারী নিজেই নিজের সমস্যার জালে আটকা পড়তে পারেন। মজা বা কৌতূহলের ছলে করা একটি ভুল অনুরোধ কখনোই শুধু মজার জন্য থাকেনা—এটি আইনগত ঝুঁকি, নিরাপত্তা হুমকি এবং নৈতিক দায়ের দরজাও খুলে দিতে পারে। তাই জেনে রাখা জরুরি, কোন প্রশ্নগুলো চ্যাটজিপিটির কাছে কখনো করা উচিত নয়। প্রথমত, বিস্ফোরক বা ক্ষতিকর অস্ত্র তৈরির পদ্ধতি জানতে চাওয়া কখনো করবেন না। কৌতূহলই থাকুক না কেন, এমন তথ্য সরাসরি অপরাধপ্রবণ কার্যক্রমে সহায়তা করে এবং নিরাপত্তা নীতির স্পষ্ট লঙ্ঘন। এমন অনুরোধের জবাব চাওয়া মানেই নিজেরই বিপদ ডেকে আনা।...