বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে হার্ট অ্যাটাক বা হৃদ্রোগের আকস্মিক আক্রমণ এখনো শীর্ষে রয়েছে। এর সবচেয়ে বিপজ্জনক দিক হলো—এর আগাম সতর্ক সংকেতগুলো অনেক সময় খুব সাধারণ মনে হয়। অনেকেই বুকে চাপ, অস্বস্তি বা ক্লান্তিকে কেবল মানসিক চাপ, অম্বল বা ক্লান্তির ফল ধরে নিয়ে অপেক্ষা করতে থাকেন। কিন্তু চিকিৎসকরা বলছেন, এমন সামান্য অবহেলাই হতে পারে প্রাণঘাতী ভুল। হার্ট অ্যাটাক তখনই ঘটে, যখন হৃদ্পেশিতে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছায় না। কয়েক মিনিটের মধ্যেই সেই অংশের টিস্যু ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। চিকিৎসা পেতে সামান্য দেরিও তখন স্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। চিকিৎসাবিজ্ঞানের উন্নতিতে মৃত্যুহার কিছুটা কমলেও, প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ এখনো আক্রান্ত হচ্ছেন এই প্রাণঘাতী ঘটনায়। সমস্যা হলো, অনেক ক্ষেত্রেই হার্ট অ্যাটাক কোনো নাটকীয় উপসর্গ ছাড়াই আসে। কারও ক্ষেত্রে...