শিরোনাম:ইউক্রেন যুদ্ধ নতুন মোড়ে: রাশিয়া সমঝোতায় না এলে কিয়েভকে ‘টমাহক ক্ষেপণাস্ত্র’ দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের, মস্কোর কঠোর প্রতিক্রিয়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এখন এক নতুন ভয়ঙ্কর মোড় নিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে, রাশিয়া যুদ্ধ থামানোর জন্য সমঝোতায় না এলে তারা ইউক্রেনকে দিতে পারে অত্যাধুনিক এবং দূরপাল্লার টমাহক (Tomahawk) ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে, ইউক্রেন থেকে নিক্ষেপ করা হলে তা মস্কোতেও আঘাত হানতে পারে। প্রশ্ন উঠছে, এই পদক্ষেপ কি যুদ্ধকে থামাতে পারবে, নাকি আরও বড় সংঘাতের জন্ম দেবে? গত কয়েক বছর ধরে চলা এই যুদ্ধ ইউরোপকে হুমকির মুখে ফেলেছে, যেখানে পশ্চিমা দেশগুলো শুরু থেকেই ইউক্রেনকে অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সমর্থন জুগিয়ে আসছে। কিন্তু এবার যে অস্ত্রের কথা বলা হচ্ছে, তা সাধারণ কিছু নয়। টমাহক ক্রুজ মিসাইল একটি ভয়ঙ্কর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যার...