ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, ‘বিএনপি ঘোষিত ৩১ দফার মধ্যেই রয়েছে আগামীর রাষ্ট্রকাঠামোর পূর্ণ রূপরেখা। তাই এই ৩১ দফাকে মানুষের কাছে ব্যাপকভাবে তুলে ধরতে হবে।’সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর দক্ষিণখানের গোয়ালটেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নেতাকর্মীদের উদ্দেশে কফিল উদ্দিন আহমেদ বলেন, ‘আপনারা সবাই দফাগুলো পড়বেন, জানবেন এবং আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখবেন।’এ সময় ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন কফিল উদ্দিন আহমেদ।আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধারঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন।গোয়ালটেক ইউনিট বিএনপির সভাপতি রুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে থানা ও ইউনিট বিএনপি এবং স্থানীয়...