জাতীয় সংসদ নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে গণভোট চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনকে ওই সময়ে গণভোট আয়োজনের পরামর্শ দিয়েছেন দলের একটি প্রতিনিধিদল। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠকে তারা এ পরামর্শ দেন। নির্বাচন কমিশন তাদের জানিয়েছে, গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। সরকার সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়ন করবে ইসি। বৈঠক শেষে এসব তথ্য জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে তাহের বলেন, দেশে একটি গণভোটের সিদ্ধান্ত আমরা প্রায় নিয়েছি। যদিও এখনো চূড়ান্ত রূপ নেয়নি। এটি নিয়ে দুই ধরনের মত রাজনৈতিক অঙ্গনে আছে। একটি হচ্ছে জাতীয় নির্বাচন এবং গণভোটে জুলাই সনদকে সাংবিধানিকভাবে ভিত্তি দেওয়ার জন্য। এ দুটি বিষয় একসঙ্গে হওয়ার ব্যাপারে কোনো কোনো দলের মত আছে। আমরা বলেছি, ‘না’, এটা আলাদা...