রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীর রায়পুরা উপজেলায় মতবিনিময় সভা করা হয়েছে। এটি বাস্তবায়নে একাট্টা হয়ে নেমেছেন রায়পুরার মনোনয়ন প্রত্যাশীরা। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রায়পুরা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যানারে পৌর মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জনসভাকে ঘিরে বিপুলসংখ্যক লোকের সমাগম ঘটে। কানায় কানায় ভরে যায় পৌর মাঠ। এ সময় বক্তারা বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে উদ্দেশ করে বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর রায়পুরায় বিএনপিতে মৌসুমী নেতার আগমন ঘটেছে। যার কিনা ১৭ বছরের আন্দোলন সংগ্রামে কোনো ভূমিকা নেই। একটি মামলাও হয়নি তার বিরুদ্ধে। একবারের জন্যও জেলে যাননি। ওই নেতা রায়পুরায় এসে মনোনয়ন কনর্ফাম বলে অপপ্রচার চালাচ্ছেন। তিনি বলেন,...