শেরপুর হেড পোস্ট অফিস থেকে তিন বছর মেয়াদি একটি ডিপোজিটের অর্থ তুলতে গিয়ে ভোগান্তির শিকার হয়েছেন এক নারী গ্রাহক। দীর্ঘদিনের সঞ্চিত অর্থ তুলে সেগুলোর মধ্যে ১০০০ টাকার ৫৩টি জাল নোট পাওয়ায় চরম হতাশায় মুষড়ে পড়েন ভুক্তভোগী শাহিনা বেগম। সদর উপজেলার গোনই মোমিনাকান্দার বাসিন্দা শাহিনা বেগম গত মঙ্গলবার (৭ অক্টোবর) তার মেয়াদ পূর্তি হওয়া সঞ্চয়পত্রের ২,৬৯,০০০ (দুই লাখ ঊনসত্তর হাজার) টাকা তোলেন। সেই টাকার বান্ডিলে ১০০০ টাকার ৫৩টি জালনোট ধরা পড়ে। সোমবার (১৩ অক্টোবর) টাকা নিয়ে শেরপুর শহরের উত্তরা ব্যাংকের একটি শাখায় জমা দিতে গেলে জাল টাকাগুলো ধরা পড়ে। আর এ নিয়ে জেলাজুড়ে শুরু হয় তোলপাড়। উত্তরা ব্যাংকের ক্যাশিয়ার মাহবুবুর রহমান জানান, সেই নারী ব্যাংকে টাকা জমা দিতে এলে মেশিনে ১০০০ টাকার ৫৩টি জাল নোট ধরা পড়ে। এ কারণে আমরা টাকা...