পাকিস্তানে কট্টর ইসলামপন্থী দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) এর আন্দোলন নিয়ন্ত্রণে আনতে অভিযান চালিয়েছে পুলিশ। রবিবার রাতে সরকার ও টিএলপি’র আলোচনায় কোনো সমাধান না আসায় সোমবার মুরিদকে শহরে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করে পুলিশ। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন পুলিশ সদস্যও আছেন। লাহোরে বৃহস্পতিবার থেকে ইসরায়েলবিরোধী বিক্ষোভ শুরু করেছিল টিএলপি। তারা ইসলামাবাদে যুক্তরাষ্ট্র দূতাবাসের দিকে পদযাত্রার ঘোষণা দেয়। ফলে লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, টিএলপি কর্মীরা পুলিশের ওপর পাথর, লোহার দণ্ড ও পেট্রল বোমা ছোড়ে এবং নির্বিচারে গুলি চালায়। এতে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘একজন পুলিশ সদস্য ও চারজন বেসামরিক নাগরিক মারা গেছেন। বেশ কিছু দাঙ্গাবাজকে...