ভেজাল ও মানহীন পণ্যে সয়লাব বাজার। প্রক্রিয়াজাত খাবার, ফলমূল, কসমেটিকসসহ মানুষের জীবন ধারণে ব্যবহৃত অধিকাংশ পণ্য ভেজালে ভরা। মানহীন তো বটেই। এমনকি বিষাক্ত কেমিক্যাল থাকা যেন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এসব যাদের দেখার কথা তাদের দায় ও দায়িত্ব নিয়েই রয়েছে এন্তার প্রশ্ন। যদিও এসব নিয়ে প্রশ্ন তুললে সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো থেকে দেওয়া হয় দায়সারা জবাব। গৎবাঁধা অজুহাত থাকে-জনবল সংকট। অনেক সময় পর্যাপ্ত আইন না থাকার বিষয়টিও সামনে আনা হয়। এদিকে এত্তসব প্রশ্নের বোঝা মাথায় নিয়ে আজ পালিত হচ্ছে ৫৬তম বিশ্বমান দিবস। দিনটি পালনে নানা কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। দিবসটির এবারের প্রতিপাদ্য : ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান।’ বাস্তবতা হলো-এগুলো কাগুজে ভাষা। কাজের কাজ তেমন কিছুই হয় না। দিবস আসলে বক্তৃতা-বিবৃতি দিয়ে ফাঁকা...