একসঙ্গে মাত্র দুজন পড়তে পারেন নামাজ। স্থানীয়দের মতে, এটাই পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ। মাত্র সাড়ে পাঁচ ফুট দৈর্ঘ্য ও সাড়ে তিন ফুট প্রস্থের এ নামাজঘরটিতে রয়েছে একটি গম্বুজ আর দেয়ালে দুটি ছোট জানালা। মসজিদটিকে ছায়া দিয়ে রয়েছে বিশালাকার বিরল প্রজাতির লাহর গাছ। এটিকে বটগাছ ভেবে ভুল করেন অনেকেই। তবে পাতায় রয়েছে ভিন্নতা। দেখে মনে হয়, গাছের কোটরে প্রকৃতির খেয়ালে বেড়ে ওঠা মাটির ঢিবি থেকেই যেন তৈরি হয়েছে মসজিদটি। বরিশাল শহর থেকে ৮ কিলোমিটার দূরে চরমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রামের এ মসজিদের পেছনে রয়েছে সমান বয়সি একটি পুকুরও। পানি শুকিয়ে যাওয়ায় এখন এটি আর ব্যবহার হয় না। তবে এ মসজিদ, ওই গাছ আর পুকুর নিয়ে লোকমুখে গল্পের অন্ত নেই। কারও কাছে এটি গায়েবি মসজিদ, কারও কাছে কানা মসজিদ, আবার কেউ কেউ জিনের...